আওয়ামী লীগের নাম উচ্চারণ করলেই পিটিয়ে গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা এনামুল হক। তিনি শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় ফরমায়েশি রায়ের দণ্ড থেকে মুক্তি পেয়েছেন।
শনিবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী বিবিসি বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই বক্তব্য দেন। এই সমাবেশের আয়োজন করা হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ দলের ৯ নেতাকর্মীর মুক্তির দাবিতে।
এনামুল হক, যিনি পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, সমাবেশে বলেন, “শেখ হাসিনা পালিয়ে গেছে, তবে তার দোসরদের রেখে গেছে। এই দোসররা আওয়ামী লীগকে টিকিয়ে রাখছে, সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে বলছি— কেউ যদি আওয়ামী লীগের নাম উচ্চারণ করে, তাহলে তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করা হবে।”
তিনি আরও বলেন, “ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ সাধারণ মানুষকে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে কৃষকদের জন্য বরাদ্দকৃত অর্থ লুটপাট করে তারা কৃষকদের বঞ্চিত করেছে। তাদের এসব অন্যায়ের জন্য জবাবদিহি করতে হবে।”
এনামুল হক বিএনপির অবস্থান ব্যাখ্যা করে বলেন, “বিএনপি কখনো চোর, মাদক কারবারি বা লুটেরাদের আশ্রয় দেয় না। মানুষ যেন বিএনপিকে আওয়ামী লীগের মতো না ভাবে, তাই লুটপাট ও মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।”
পাকশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদার আলীর সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক খালেক খাঁ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রউফ রব বিশ্বাস ও বিএনপি নেতা জহুরুল বিশ্বাস।
এসময় পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দোহা জামী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান হিটলু, রানা বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মৃধা, যুবদল নেতা সজীবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।