অমর একুশে বইমেলার প্রথম দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে ময়লা ফেলার একটি ছবি পোস্ট করেন। তার এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বিষয়টি নিয়ে কটাক্ষ করে পাল্টা পোস্ট দিয়েছেন।
শনিবার রাতে শাওন তার পোস্টে প্রেস সচিবের উদ্দেশে বলেন, “শফিকুল আলমের প্রকাশিত ছবির মাধ্যমে তার ‘ডাস্টবিন মার্কা রুচি’ প্রকাশ পেয়েছে।”
তিনি আরও লেখেন, “একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি বইমেলার উদ্বোধন উপলক্ষে চমৎকার কিছু কথা বলতে পারতেন বা মেলার প্রথম দিনে কোনো বই কেনার আগ্রহ প্রকাশ করতে পারতেন। তবে তিনি ফেসবুকে নিজের পোস্টে একটি অদ্ভুত ছবি দিয়ে রুচির পরিচয় দিয়েছেন।
শাওন তার পোস্টে আরও বলেন, হায়… তবে কি বাংলাদেশ ২.০ এর ক্ষমতাবানরা ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন! ভাগ্যিস, এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই…।
এর আগে সকালে বইমেলার প্রথম দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিনে ময়লা ফেলার ছবি প্রকাশ করেন প্রেস সচিব। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে প্রেস সচিব লেখেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে আবর্জনা ফেলা হচ্ছে।’