জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক নিয়ম অমান্য করে কাঁটাতারের বেড়া দিয়েছে। এই ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তৎপরতায় বিএসএফ বেড়া সরানোর আশ্বাস দিলেও এখনো কাজ সম্পন্ন হয়নি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই হাটখোলা বিওপি এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৫ সাব পিলার সংলগ্ন অঞ্চলে শূন্য রেখা থেকে মাত্র ২০ গজ দূরে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করায়। পরে দিনভর বিএসএফ কোনো প্রতিক্রিয়া না দিলেও বিকেলে পতাকা বৈঠকে বসে বেড়া সরানোর প্রতিশ্রুতি দেয়।
বুধবার (২২ জানুয়ারি) পর্যন্ত, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বিএসএফ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেনি। উল্লেখ্য, গত বছর ১৯ অক্টোবর একই স্থানে বিএসএফ বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। এই ধরনের বারবার ঘটনার ফলে সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমানার উভয় পাশে ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী কাঠামো নির্মাণ নিষিদ্ধ। কিন্তু বিএসএফ এই নিয়ম লঙ্ঘন করে সীমান্তের ২৮১ পিলারের সাব ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার এলাকাজুড়ে ১০০ ফুট দীর্ঘ কাঁটাতারের বেড়া নির্মাণ করে। খবর পেয়ে বিজিবি বাধা দিলে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।
হাটখোলা বিজিবির নায়েব সুবেদার শাহ-জাহান সরকার বলেন, “পূর্ব উচনার ঘোনাপাড়া সীমান্তের শূন্য রেখার কাছে বিএসএফ ১০০ ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল। বিজিবির বাধায় কাজ বন্ধ করা হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার বেড়া সরানোর প্রতিশ্রুতি দেয় বিএসএফ।”
বারবার এমন ঘটনায় সীমান্ত এলাকার জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিজিবি এ বিষয়ে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে।

