জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সারজিস আলম। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৩৪ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।

সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, “জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই।” ফাউন্ডেশনের কাঠামো ও কার্যপ্রক্রিয়ায় পরিবর্তন আনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এখন থেকে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে একটি নতুন গঠিত ‘এক্সিকিউটিভ কমিটি’। এ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO)। বর্তমানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এই পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফাউন্ডেশনের নীতিনির্ধারণে কাজ করবে একটি ‘গভর্নিং বডি’, যেখানে প্রধান উপদেষ্টা ও চারজন উপদেষ্টা (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার, এবং আইসিটি) রয়েছেন।

সারজিস আলম আরও জানান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদটি বাতিল করা হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণ করেন ২১ অক্টোবর এবং দায়িত্ব পালন করেন ৩১ ডিসেম্বর পর্যন্ত, যা প্রায় দুই মাস ১০ দিন। অফিসিয়াল সাইনিং অথোরিটি তিনি হস্তান্তর করেন ৭ জানুয়ারি।

তার সময়ে ফাউন্ডেশন ৮২৬ জন শহিদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে এবং প্রায় ১১ হাজার আহতের মধ্যে ২ হাজার জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

নিজের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, “যতদিন আমি আমার সর্বোচ্চ সময় দিতে পেরেছি, ততদিন দায়িত্ব পালন করেছি। যখন বুঝেছি যে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হবে না, তখন দায়িত্ব ছেড়ে দিয়েছি। দায়িত্ব ছেড়ে দেওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটি সৎ সাহসের কাজ।”

তিনি আরও বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি আমার দায়িত্বের প্রতি সৎ থাকতে এবং ফাউন্ডেশনের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে।”

Scroll to Top