পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং দাবার ইতিহাসের অন্যতম সেরা গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে আলোচনায় এসেছে ৯ বছরের বাংলাদেশি দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ।

গত শনিবার (১৮ জানুয়ারি) অনলাইন দাবার জনপ্রিয় প্ল্যাটফর্ম চেস ডট কমে বুলেট ব্রলে কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। বুলেট ব্রল ফরম্যাটে প্রতিটি খেলোয়াড়ের সর্বোচ্চ এক মিনিট সময় থাকে। এতে নিজের অসাধারণ দক্ষতা দেখিয়ে বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে চমক দেখায় মুগ্ধ।

বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক রোববার নিজের ফেসবুক পোস্টে এই খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, “৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলতে চেয়েছিল, কিন্তু কোনো টাইটেল না থাকায় নিজের আইডি ব্যবহার করতে পারেনি। আমি তাই আমার চেস ডট কমের আইডি দিয়েছিলাম। মুগ্ধ খেলল এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ও তিন ফরম্যাটে বর্তমান বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে হারিয়ে দিল।”

খেলা চলাকালীন, মাউসের অনিচ্ছাকৃত একটি ক্লিকের কারণে কার্লসেন তার কুইন ভুল জায়গায় চাল দেন, যা মুগ্ধর জন্য জয় নিশ্চিত করার সুযোগ তৈরি করে। কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন, ফলে আর কোনো অতিরিক্ত চালের প্রয়োজন হয়নি।

এ ঘটনা দাবার জগতে আলোড়ন সৃষ্টি করেছে। মুগ্ধর এই সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের একটি অধ্যায় হয়ে থাকবে।

Scroll to Top