রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে ১২ জন ভারতীয় সেনা ইউক্রেনীয় বাহিনীর হাতে নিহত হয়েছেন। পাশাপাশি, যুদ্ধে অংশগ্রহণকারী আরও ১৬ ভারতীয়ের খোঁজ মিলছে না। শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানান, রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, “এখন পর্যন্ত যুদ্ধে ১২ জন ভারতীয় নিহত হওয়ার তথ্য আমরা নিশ্চিত হয়েছি।”
রণধীর জসওয়াল আরও জানান, “আমরা জানতে পেরেছি, রুশ সশস্ত্র বাহিনীতে ১২৬ ভারতীয় কাজ করছিলেন। তাদের মধ্যে ৯৬ জনকে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা দেশে ফিরে এসেছেন। তবে এখনো ১৮ জন রুশ বাহিনীর সঙ্গে রয়েছেন, যাদের মধ্যে ১৬ জন নিখোঁজ বলে জানিয়েছে রাশিয়া।”
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রাশিয়ার হয়ে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ভারতের কেরালার এক যুবক নিহত হন। এই ঘটনার পর বিষয়টি নিয়ে সরব হয় ভারত। এরই ধারাবাহিকতায় নয়াদিল্লি রুশ সরকারের কাছে নিজেদের নাগরিকদের যুদ্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে।

