সরকারি কর্মকর্তার বাড়িতে অবস্থান করছিল ছাত্রলীগ নেত্রী নিশি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে সাতক্ষীরার দেবহাটা থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী।

ওসি হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিশি দেবহাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের সূত্র মতে, গ্রেফতারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি নিশি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।

Scroll to Top