‘এভাবেই শীতল হোক প্রতিটি মায়ের বুক’: লন্ডনে মা-ছেলের দৃশ্য নিয়ে আজহারীর স্ট্যাটাস

দীর্ঘদিন পর মা-ছেলের মিলনকে হৃদয় ছুঁয়ে যাওয়া এক দৃশ্য উল্লেখ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

বুধবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারী লেখেন, “পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!”

প্রসঙ্গত, লন্ডনে সাড়ে সাত বছর পর মায়ের সঙ্গে দেখা করেন তারেক রহমান। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর মাকে বরণ করে নেওয়ার মুহূর্তটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, তবে তার এবারের সফরের সবচেয়ে আবেগঘন অংশ ছিল দীর্ঘদিন পর ছেলে তারেক রহমান ও পরিবারের সঙ্গে পুনর্মিলন।

লন্ডনের স্থানীয় সময় দুপুরে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বহন করা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছানোর কথা আগে থেকেই জানানো হয়েছিল। প্রথমে ছবিতে দেখা যায় তার বড় ছেলের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে। এতে শুরু হয় আলোচনা—তাহলে কি তারেক রহমান বিমানবন্দরে আসেননি?

কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হয় মাকে পরম মমতায় ছেলের জড়িয়ে ধরার সেই ছবি। সেই আবেগঘন মুহূর্তের ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জিয়া পরিবারের এই পুনর্মিলনের ছবি শেয়ার করে প্রশংসা করেছেন।

আজহারীর স্ট্যাটাস এই ঘটনা নিয়ে তার মানবিক অনুভূতির প্রতিফলন ঘটিয়েছে, যা অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

Scroll to Top