Monday , December 11 2023
Breaking News
Home / Entertainment / কিছুই করি না, মনখারাপ হলে ভুলভাল খেয়ে ফেলি: ভক্তের প্রশ্নে মিমি

কিছুই করি না, মনখারাপ হলে ভুলভাল খেয়ে ফেলি: ভক্তের প্রশ্নে মিমি

ভারতের পশ্চিম বঙ্গের বাংলা সিনেমার বহুল আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি রাজনীতিতেও বেশ সক্রীয় রয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের তৃনমূল কংগ্রেস দলের সাথে যুক্ত রয়েছেন। এবং এই দলের হয়ে নির্বাচিত হয়ে সাংসদের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি তার নিজের প্রসঙ্গে বেহস কিছু কথা জানালেন।

ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বর্তমান অভিনয়, রাজনীতি আর পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের ব্যাক্তিগত কাজকর্ম গুলো। ইনস্টাগ্রামে ৩০ লাখ অনুসারী রয়েছে তার। মাঝে মধ্যেই প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে থাকেন মিমি। এ সময় ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এই তারকা।

সম্প্রতি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মিমি। এ সময় এক ভক্ত জানতে চান অভিনয় কিংবা রাজনীতি না করলে কী করতেন? জবাবে এই অভিনেত্রী বলেন—‘পপস্টার হতাম। কারণ আমি ম্যাডোনার অনেক বড় ভক্ত। তাকে দেখেই পপস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলাম।’ আরেক ভক্ত প্রশ্ন করেন মন খারাপ হলে কী করেন? উত্তরে মিমি চক্রবর্তী বলেন—‘কিছুই করি না। মনখারাপ হলেই অতিরিক্ত ভাবনাচিন্তা করি আর ভুলভাল খেয়ে ফেলি। বিশেষ করে মিষ্টি। আর অনেক ঘুমাই।’ এখানেই থেমে যাননি ভক্তরা। শীতের মৌসুমে ত্বকের যত্ন কীভাবে করেন সেই প্রশ্নও রাখেন তারা। জবাবে মিমি বলেন—‘ত্বকের যত্ন নিতে যে নির্দিষ্ট নিয়মগুলো আপনি পালন করছেন, সেগুলোই মন দিয়ে করুন। এক দিনেই সুফল আশা করবেন না। এক টানা সেই রুটিন মেনে চলুন। সঙ্গে প্রচুর পানি পান করুন। ত্বককে আদ্র রাখতে হবে। আর অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন।’

“চ্যাম্পিয়ন” সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে এই জনপ্রিয় অভিনেত্রী বিনোদন জগতে যাত্রা শুরু করেন। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমা গুলো দর্শক মাঝে বেশ প্রশংসিত হয়েছে। তিনি তার অভিনয় জগতের ক্যারিয়ারে পেয়েছেন ব্যপক সফলতা এবং সম্মাননা। এমনকি তার রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী।

About

Check Also

অবশেষে মাহিয়া মাহি’কে বড় সুখবর দিল নির্বাচন কমিশনাররা

অভিনেত্রী মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *