জামায়াতের বিবৃতি, পাল্টা জবাব বিএনপির

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিবৃতি দেয়। রোববার রাতেই বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জামায়াতের বিবৃতির পাল্টা জবাব দেওয়া হয়।

সেদিন সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর রুহুল কবির রিজভী জামায়াতের উদ্দেশ্যে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, ‘খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের একাত্তরের অর্জন কী? আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন। ৭১ ও ৯০-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি? ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানেতো মোনাফেকি করা না।’

রিজভীর এই বক্তব্যের জবাবে রাতেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান একটি বিবৃতি দেন। তিনি বলেন, “রিজভী সাহেব নিশ্চয়ই জানেন, ২০১৮ সালে বিএনপি প্রতিষ্ঠিত জোটকে পাশ কাটিয়ে ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছিল। সেটি কি জনগণের সঙ্গে মোনাফেকি নয়? জনগণ এসব রাজনৈতিক ভাঙাগড়ার ইতিহাস ভুলে যায়নি।”

জামায়াতের এই বিবৃতির পর বিএনপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পাল্টা প্রতিক্রিয়া জানায়। সেখানে একটি ছবি যুক্ত করে বলা হয়, “২০১৮ সালের নির্বাচনে জামায়াত জোট থেকে দর কষাকষি করে ২২টি আসন নিয়েছিল। এমনকি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট? আর কার সঙ্গে মোনাফেকির কথা বলছেন?”

বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

Scroll to Top