খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় স্থানীয়দের হাতে আটক হন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ঘটনাটি ঘটে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী এলাকায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন জানান, শীতকালে বিভিন্ন এলাকা থেকে মানুষ খেজুরের রস খেতে পাকুন্দিয়া আসেন। ওইদিন ভোরে নেত্রকোনার কেন্দুয়া থেকে পাঁচটি মোটরসাইকেলে ১৫ যুবক খেজুরের রস খেতে শ্রীরামদী গ্রামে আসেন। রস পান করার পর ফেরার পথে তারা একযোগে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’, এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন।

স্লোগান দেওয়ার কারণে স্থানীয় লোকজন সন্দেহজনক আচরণ মনে করে তাদের আটক করে এবং পুলিশে খবর দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম (১৯), সারোয়ার জাহান (২০), রিফাত ইসলাম (১৮), ইকবাল হোসেন (১৮), রাহাতুল ইসলাম (২০), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (২১), ইয়াসিন মিয়া (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান (২০), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান (১৯), এবং তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। অন্য একজনের পরিচয় জানা যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সবাই শিক্ষার্থী এবং নেত্রকোনা থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন, এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Scroll to Top