চমকপ্রদ বিজ্ঞাপনের মধ্য দিয়ে গ্রাহকেরর সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় এরই মুহুর্তে কারাগরের চার দেয়ালের মাঝে দিন কাটছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস অফিসার আরজে নিরবের। তবে স্বামীকে নির্দোষ দাবি করে কারামুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্ত্রী ও অভিনেত্রী স্ত্রী লাবণ্য লিজা। আর তাই তো শত শিল্পীর সামনে স্বামীর জন্য সমর্থন চাইলেন নিরবের স্ত্রী লাবণ্য লিজা, ফেললেন চোখের জল।
সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই লাবণ্য সকল শিল্পীর উদ্দেশ্যে কথা বলতে চান। কথা বলার সুযোগ দেওয়া হয় তাকে। এর আগে অভিনেতা সাজু খাদেম নিরব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সে যদি অপরাধী হয় তাহলে প্রচলিত আইনে শাস্তি হবে, কিন্তু তার প্রতি যেন কোনো অবিচার করা না হয়।
এরপরে লাবণ্য মাইক্রোফোনে কথা বলতে শুরু করেন। লাবণ্য বলেন, আমি আপনাদের সমর্থন চাই। নিরব একটা কম্পানিতে চাকরি করতেন। সেই কম্পানি প্রতারণা করেছে। এক্ষেত্রে নিরবের কী দোষ আমি জানি না। তারপরেও আমি বলবো নিরব অপরাধী হলে শাস্তি হবে। কিন্তু আমি চাই ন্যায় বিচার। সে দীর্ঘদিন ধরে কারাগারে আছে, কেন কোন যুক্তিতে তাকে আটকে রাখা হয়েছে আমি জানি না।
কথা বলার এক পর্যায়ে লাবণ্য কেঁদে ফেলেন। কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে আসতে শুরু করে। স্বাভাবিক হয়ে এরপর তিনি শিল্পীদের সমর্থন চেয়ে বলেন, আমি কি আপনাদের সমর্থন পেতে পারি? সকলেই সমস্বরে বলেন, হ্যাঁ। এরপর তিনি বলেন, আমরা তো সবাই ফেসবুক ব্যবহার করি, সবার স্মার্টফোন আছে। আপনারা কি সকলেই জাস্টিস ফর নিরব হ্যাশট্যাগ লিখতে পারেন?
অবশ্য লাবণ্যর এই চেষ্টা সফল হয়েছে। শিল্পীরা নিরবের জন্য ন্যয় বিচার চেয়ে সোশ্যাল প্ল্যাটফরমে পোস্ট দিচ্ছেন।
প্রতাণার অভিযোগ জানিয়ে গত ৭ অক্টোবর এক গ্রাহকের দায়ের করা মামলার আলোকে গ্রেপ্তার করা হয় আরজে নিরবকে। ওই মামলায় তাকে ৪ নম্বর আসামি করা হয়। তবে এ ছাড়াও দেশের প্রায় ১২টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পেয়েছে প্রশাসন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।