পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না আলোচিত সেই ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না ‘র

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

গত জুলাইয়ে আন্দোলনের সময় নেতাকর্মীদের নিয়ে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান তামান্না জেসমিন। এরপর থেকে তিনি জনসম্মুখে আর দেখা দেননি।

তামান্না জেসমিন বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় ছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের নির্যাতন এবং হল বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনি সমালোচিত হন।

ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না জেসমিন দীর্ঘ এক যুগ ধরে ইডেন কলেজের ছাত্রীনিবাসে অবস্থান করছিলেন।