Monday , December 23 2024
Breaking News
Home / National / খালেদার চিকিৎসায় সরকারের আপত্তি নেই: ওবায়দুল কাদের

খালেদার চিকিৎসায় সরকারের আপত্তি নেই: ওবায়দুল কাদের

হঠাৎ করেই দেশ জুড়ে বেগম জিয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে ব্যপক আলোচনা-সমালোচনা বিরাজ করছে। মূলত গত কয়েক দিন ধরে শারীরিক ভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপি দল এবং জিয়ার পরিবার খালেদার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এই বিষয়ে অনুমতি দেয়নি সরকার। এরই পরিপ্রেক্ষিতে সরকার দলীয় এবং বিএনপি নেতাদের মধ্যে নানা ধরনের তর্ক-বির্তক চলছে। এবার খালেদা প্রসঙ্গে বেশ কিছু কথা বললেন ওবায়দুল কাদের।

বিএনপি বিদেশ থেকে চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা করাতে চাইলে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে ধানমন্ডিতে দলীয় সভায় এ তথ্য জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় চিকিৎসা করার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এর চেয়ে বেশি আর কি করতে পারেন? ইউপি নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভুল থেকে সংশোধনের অভ্যাস আওয়ামী লীগের আছে। আগামীতে আরও সতর্কতা অবলম্বন করা হবে। এ সময় তিনি আরও জানান, আন্দোলনের মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমান সসময়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। তাকে বিদেশে নেওয়ার অনুমতি না দিলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিদেশ থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করালে সরকারের কোন আপত্তি নেই।

About

Check Also

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপকে লিজ দিচ্ছে। তবে প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *