Tuesday , December 24 2024
Breaking News
Home / Entertainment / আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন: শ্রাবন্তী

আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন: শ্রাবন্তী

ভারতের পশ্চিম বঙ্গের বাংঙ্গালী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি দীর্ঘ সময় ধরে বিনোদন অঙ্গনের সাথে যুক্ত রয়েছেন। এবং তিনি অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। তার অভিনীত সিনেমা গুলো দর্শক মাঝে ব্যপক সাড়া ফেলেছে। সম্প্রতি তিনি রাজনীতিতেও বেশ সক্রীয় হয়ে উঠেছেন। এবং ভারতের বিজেপি দলে যোগ দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি বিজেপি দল থেকে পদত্যাগ করেন। এবং নতুন করে তৃনমূলের হয়ে কাজ করার কথা জানিয়েছেন।

‘আমি বাংলার জন্য কাজ করতে চাই। বাংলারই মেয়ে আমি। মমতাকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই।’ তৃণমূলের দলীয় অনুষ্ঠানে সভামঞ্চে এভাবেই বললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার পশ্চিমবঙ্গে বাসন্তী ব্লকের মসজিদবাটিতে তৃণমূলের ওই দলীয় অনুষ্ঠান ছিল। সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদও জানান নায়িকা। ‘বাংলার স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির উদ্যোগ এবং আন্তরিকতার অভাব…’, এর জেরেই গত ১১ নভেম্বর ভারতীয় জনতা পার্টির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছিলেন অভিনেত্রী। দুই সপ্তাহ পার হতে না হতেই তৃণমূলের সভামঞ্চে দেখা গেল তাকে। তবে কি ফুলবদল করলেন নায়িকা? যোগ দিলেন তৃণমূলে? এই প্রশ্নই এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। এদিন বাসন্তীর এই সভায় হাজির ছিল ঘাসফুল শিবিরের পাঁচ বিধায়ক। শ্রাবন্তীকে সভামঞ্চে দলীয় উত্তরীয় পরিয়ে দলের তরফে সম্মান জানানো হয়। ফলে স্পষ্ট বিজেপি ছাড়লেও রাজনীতির ময়দান থেকে সরতে নারাজ শ্রাবন্তী। বরং শিবির বদলে এবার মমতার ছত্রছায়ায় রাজনৈতিক কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে চান।

শ্রাবন্তী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। সে বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। তবে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানান, ‘শ্রাবন্তী এখন তৃণমূলে, অন্য কোনো দলে নেই’। গোটা ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠছে, তাহলে কি পৌরনির্বাচনের আগেই তৃণমূল শিবিরে আরও তারকা প্রাপ্তি? চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে আচমকা কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। কিন্তু ভোটের ফল বের হওয়ার পর দেখা যায়, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন ঘরের মেয়ে শ্রাবন্তী। তারপর থেকেই বিজেপির সঙ্গে আলগা হয় শ্রাবন্তীর সম্পর্ক। এরপর আগস্ট মাসে নায়িকার জন্মদিনে মমতা ব্যানার্জি তাকে শুভেচ্ছা চিঠি পাঠান। এতে আপ্লুত হয়ে মমতার প্রতি ভালোবাসা প্রকাশ করেন শ্রাবন্তী। তারপর থেকেই শুরু হয়েছিল অভিনেত্রীর তৃণমূলে যোগদানের জল্পনা, আর সেই জল্পনায় আজ কার্যত সিলমোহর পড়ে গেল।

বেশ কিছু দিন ধরে নানা বিষয় নিয়ে ব্যপক আলোচনা-সমালোচনার সম্মুখীন হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি অভিনয় জগতের ক্যারিয়ারে সফলতার শীর্ষ স্থান দখল করলেও সংসার জীবনে তিনি ব্যযর্থ। এমনকি একে একে ৩ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ৩য় সংসারও টেকেনি তার। এই ৩য় সংসার নিয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *