হাসিনার প্রতিশ্রুতি ভেঙে নিজের এলাকাকেই বিভাগ বানানোর ঘোষণা আসিফ মাহমুদের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, কুমিল্লা নামেই নতুন বিভাগ গঠনের ঘোষণা শিগগিরই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “শেখ হাসিনা একসময় কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিলেও, এখন কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। এ বিষয়ে কাজ চলছে এবং আমরা এটি দ্রুত বাস্তবায়ন করব।”

শনিবার বিকেলে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের অনেকেই বলতেন ভারতের আশির্বাদ ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালালেন, তখন ভারত কোথায় ছিল?’

আসিফ মাহমুদ বলেন, ‘যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মালিক হচ্ছে এ দেশের জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত হতে হবে।’

অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, হেফাজতসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া, জুলাই ও আগস্ট মাসে কুমিল্লা জেলার শহীদ ৩৫ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Scroll to Top