চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনায় সতর্ক করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম আরও জানান, “সরকার দ্রুতই রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”

এর আগে, সোমবার দেওয়া এক পোস্টে তিনি বলেন, “অনেক মিত্র আজ হঠকারিতার ভূমিকা পালন করছে। আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি এবং তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তবে হঠকারিতা ও ছাত্রদের অন্যাযাচিত দাবি জাতির ক্ষতির কারণ হতে পারে।”

এর আগে, মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করেন। পরে রাতে ঢাকা থেকে চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে বিশেষ নিরাপত্তায় তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।

Scroll to Top