সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে সকালে এ তথ্য নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ আজকের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, “সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের প্রতি শ্রদ্ধা জানাতে উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, রেজিস্ট্রির সব প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।”

প্রয়াত বিচারপতি মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৮ সালের ৩১ মে অবসরে যান। তাঁর মৃত্যুতে দেশের বিচার ব্যবস্থা একটি গুণী ব্যক্তিত্বকে হারালো।

Scroll to Top