বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যত বিলিয়ন ডলারে এসে ঠেকলো

আমদানি বিলের জন্য ১.৫ বিলিয়ন ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল পরিশোধ করা হয়েছে।

তেহরানভিত্তিক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (ACU) মাধ্যমে ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই লেনদেন কার্যক্রম পরিচালিত হয়। এ প্রক্রিয়ায় বাংলাদেশ প্রতি দুই মাস অন্তর আমদানি বিল পরিশোধ করে থাকে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) হিসাব অনুযায়ী বিল পরিশোধের আগে দেশের রিজার্ভ ছিল ১৯.৯৬ বিলিয়ন ডলার, তবে বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের প্রচলিত হিসাবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৪.১৯ বিলিয়ন ডলারে।