দুর্বৃত্তদের হামলায় নিহত নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

রাজবাড়ী সদর উপজেলার বেড়াডাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন ছাত্রলীগের ৩নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর শেখ (২২)।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে বেড়াডাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্যমতে, তানভীরকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে দ্রুত রাজবাড়ী জেলা সদরের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

২০২০ সালের ২৩ ডিসেম্বর রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর ও সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতির নির্দেশে ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তানভীর। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Scroll to Top