কেন গুমের মূলহোতা জিয়াউলের সঙ্গে দেখা করতে যেতেন ‘ঊর্মিলা’

প্রায় দীর্ঘ সময় পর আলোচনায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উমিলা শ্রাবন্তী কর। তবে তিনি কোনো নতুন নাটক বা ওয়েব সিরিজে অভিনয়ের জন্য নয়, বরং থানা হাজতে থাকা প্রাক্তন মেজর জেনারেল জিয়াউল আহসানের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য লাইমলাইটে এসেছেন। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইর তার ফেসবুকে একটি পোস্টে জানান, উমিলা জিয়াউল আহসানের সঙ্গে দেখা করতে নিউমার্কেট থানায় গিয়েছিলেন। এই প্রাক্তন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি পদ ব্যবহার করে অসাধু কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে, যা নিয়ে জুলকারনাইন বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

প্রশ্ন উঠেছে, উমিলার এই সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে কী সম্পর্ক রয়েছে। জানা গেছে, উমিলা অভিনয়ে খুব বেশি সাফল্য না পাওয়ায় রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। ছাত্র জীবনে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত থাকা উমিলা পরবর্তীতে মেজর জিয়াউল আহসানের সঙ্গেও ঘনিষ্ঠ হন। জুলকারনাইনের পোস্ট অনুযায়ী, উমিলা এই প্রাক্তন কর্মকর্তার অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন এবং এসব বিষয়েই আলাপ করতে থানায় গিয়েছিলেন।

জিয়াউল আহসানের অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির নামও পোস্টে উল্লেখ করা হয়েছে, যারা এখনও বাংলাদেশে অবস্থান করছেন।

Scroll to Top