শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, ট্রাম্পের নামে উক্তি ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উক্তি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখনও শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন। উক্তির সূত্র হিসেবে ‘ন্যাশনাল ডায়ালগস’ নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওর লিংক যুক্ত করা হয়েছে কমেন্টবক্সে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি তার ফেসবুকে ট্রাম্পের একটি বক্তব্য উল্লেখ করে পোস্ট করেন। সেখানে লেখা হয়, “শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী”—পিবিডি ব্রডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। পোস্টে আরও উল্লেখ ছিল যে, ট্রাম্প নাকি বলেছেন, “যারা শেখ হাসিনা পালিয়ে গেছেন বলে দাবি করেন, তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান।”

তবে, প্রকৃতপক্ষে ‘ন্যাশনাল ডায়ালগস’ ভারতীয় একটি ইউটিউব চ্যানেল, যেখানে তরুণ ঘোষ নামে এক সাংবাদিক নিজের মতামত প্রকাশ করেন। শনিবার প্রচারিত এক ভিডিওতে ঘোষ দাবি করেন, ট্রাম্প একটি পডকাস্টে অংশ নিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র নিয়ে সমালোচনা করেছেন। তবে এই দাবির সত্যতা যাচাইয়ে ফ্যাক্টচেক অনুসন্ধান করলে জানা যায়, ট্রাম্প পিবিডি পডকাস্টে এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া তিনি নির্বাচন পরবর্তী সময়ে ওই পডকাস্টে অংশ নেননি।

এই ভাইরাল পোস্টের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে, বাস্তবে ট্রাম্প বাংলাদেশ বা শেখ হাসিনা সম্পর্কে কোনো মন্তব্য করেছেন এমন কোনো তথ্য বা বিশ্বস্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবর পাওয়া যায়নি।

Scroll to Top