সকালে ‘রিট করে’ বিকেলেই সুর পাল্টালেন সারজিস (ভিডিওসহ)

আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা এবং রায়ের আগ পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করার পর নিজের বক্তব্য থেকে সরে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

সোমবার সকালে রিট করার ঘোষণা দিয়ে বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সারজিস জানান, আসলে কোনো রিট দায়ের হয়নি; প্রক্রিয়া চলমান রয়েছে মাত্র।

হাইকোর্টে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে রিটের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সারজিস ফেসবুকে একটি স্ট্যাটাসে জানান, তারা দুটি রিটের খসড়া প্রস্তুত করেছেন—প্রথমটি বিগত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা এবং দ্বিতীয়টি রায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম বন্ধের বিষয়ে। তবে রিটে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো প্রস্তাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

রিটের খসড়া প্রস্তুত থাকলেও তা এখনো দাখিল হয়নি বলে সারজিস পরিস্কারভাবে জানান।

Scroll to Top