পরীক্ষা দিতে এসে কট নিষিদ্ধ সংগঠনের সেই আলোচিত নেত্রী পিয়া

রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষা শেষে পুলিশ তাকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা নিষিদ্ধ সংগঠনের এই নেত্রীকে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বর্ষ অনার্স পরীক্ষায় অংশ নিতে প্রিয়া রাজশাহী সরকারি মহিলা কলেজে আসেন। পরীক্ষা শুরুর পরপরই অন্যান্য পরীক্ষার্থীরা তাকে চিনে ফেললে কেন্দ্রটিতে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে তাৎক্ষণিক প্রিয়াকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Scroll to Top