আইনি লড়াইয়ে আর কোন বাঁধা নেই জামায়াতের, সুযোগ দিলো আপিল বিভাগ

জামায়াতে ইসলামী দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারের লক্ষ্যে আইনি লড়াইয়ের নতুন সুযোগ পেয়েছে। আপিল বিভাগ দলটির খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দিয়েছেন। এর ফলে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফিরে পেতে জামায়াত আবার আদালতে লড়াই করতে পারবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে করা আপিল ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ খারিজ করে দিয়েছিল। তখন আপিলকারীপক্ষে আইনজীবী না থাকায় আপিলটি (ডিসমিসড ফর ডিফল্ট) খারিজ করা হয়। দলটির সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে আপিল পুনরুজ্জীবনের আবেদন করা হয়, যা ২ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানির জন্য তোলা হয়।

Scroll to Top