দেখে নেওয়ার হুমকি দেওয়া সেই ‘ওসি হেলাল’ সম্পর্কে যা বললেন রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে হোয়াটসঅ্যাপে ফোন কলের মাধ্যমে ‘ওসি হেলাল’ পরিচয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। রনি জানান, একজন ব্যক্তি পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে তাকে এ হুমকি দেন। তিনি বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘দেশে কী হচ্ছে! সেনাবাহিনীর পোশাক পরে ডাকাতি। আর পুলিশের নাম ভাঙিয়ে যে কত বড় সর্বনাশ হচ্ছে তার একটি সাক্ষাৎ নমুনা এই মাত্র পেলাম!’

‘+880 1829-673645 নম্বর থেকে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি ফোন এলো। নম্বরের ওপরে লেখা ওসি হেলাল স্যার! বললেন কক্সবাজার থেকে বলছি ওসি হেলাল। আপনার নম্বরটি পুলিশের নম্বরের সঙ্গে কেন অ্যাড হয়ে আছে? তিনি আমাকে বারবার আমার হোয়াটঅ্যাপ চ্যাটে গিয়ে একটি কোড নম্বর দেখতে বললেন!’

রনি আরো লিখেছেন, ‘আমি যতবার বললাম- আমার ফোনে কোনো কোড নম্বর নেই।

‘আমি বললাম- আমি প্রয়োজনে পুলিশের টেলি কমিউনিকেশন বিভাগ অথবা সাইবার ইউনিটের সঙ্গে কথা বলব! আমার কথা শুনে তিনি তেলেবেগুনে জ্বলে উঠলেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দিলেন। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি!’


বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের অবদান আছে: জাতীয় পার্টি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমার অবদান আছে, আমার দলের অবদান আছে।’ তিন দিনের সফরে রংপুরে শনিবার সন্ধ্যায় নগরীর দর্শনা এলাকায় পল্লী নিবাসে এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জিএম কাদের এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমার দলের বেশির ভাগ মানুষ আন্দোলনে ছিল। আমরা জনগণের রাজনীতি করতে চাই। একটি ফ্যাসিবাদের পতনের পরে নব্য ফ্যাসিবাদ দেখতে চাই না, সেটিই আমাদের কাম্য।’

নিত্যপণ্যের দাম বাড়ার কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, জিনিসপত্রের দাম আবারও আকাশছোঁয়া। মূল্যস্ফীতি বাড়ছে, বেকারত্বও বাড়ছে। অনেকে কলকারখানা চালাতে পারছেন না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, মূল্যস্ফীতি ও বেকারত্ব- এই তিনটি বিষয় সরকারের জন্য চ্যালেঞ্জ। এর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও রয়েছে। কেউ চায় নির্বাচন আগে হোক, কেউ চায় নির্বাচন হোক পরে। আমরাও চাই একটি যুক্তিসঙ্গত সময়ের পরে, বিশেষ করে সংস্কারের পর নির্বাচন হোক। এসব নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সামনের দিনগুলো কিছুটা অনিশ্চিত।

জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, এটা আমার কাছে অদ্ভুত লাগছে। আমরা এই সম্পর্কে কিছু সংরক্ষণ আছে. আমাদের দল বেশ পুরনো দল। আমাদের দলের ইতিহাস আছে। আমরা দেশের উন্নয়ন ও সংস্কারের সঙ্গে জড়িত ছিলাম। আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। প্রশাসনে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা সব সময় চেয়েছি, এখনও চাই, সরকার গঠন থেকে সরকারকে সব ধরনের সহযোগিতা করব। যাতে সরকার সঠিক পথে চলতে পারে। কিন্তু হঠাৎ ফোন না করায় আমাদের আপত্তির কোনো কারণ নেই। একটি বিষয়ের উপর এটিকে দোষারোপ করুন এবং এটিকে শাস্তি হিসাবে দেখান, ব্যাপক প্রচারণা চালান। এটা আমাদের জন্য কিছুটা বিব্রতকর।’

নিজ দলের কর্মকাণ্ড প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিই একমাত্র দল, যে কোনো সন্ত্রাসীর মধ্যে নেই। আমাদের দলের কাছে কোনো টেন্ডার, হল দখল, খাস দখল, বাড়ি দখল, অবৈধ ব্যবসা ও বড় ধরনের লুটপাটের কোনো রেকর্ড নেই। আমরা সব দলের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে চাই। কিন্তু নানা ষড়যন্ত্রের শিকার হয়েছি। বিএনপি আমলে হামলা-মামলার শিকার হয়েছি। আর এই আওয়ামী লীগের আমলে ষড়যন্ত্রের শিকার হয়েছি।