কে এই নারী? যার সাথে পার্কে আড্ডা দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ইকো পার্কে দেখা গেছে। এ সময় তার সঙ্গে সাবেক এমপি অসীম কুমার উকিলের ছেলে অপু উকিল ও হাজী সেলিমকে দেখা যায়। মঙ্গলবার (১ অক্টোবর) বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর এক ভিডিও প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে সাদা দাড়ি ছিল। সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের ছেলে অপু উকিল ও হাজী সেলিমও উপস্থিত ছিলেন। এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

কিন্তু তারা সেখানে বেশিক্ষণ অবস্থান করেননি।কিছু সময় কাটিয়ে চলে যান। এদিকে দেশে চার দফা অভিযান চালিয়ে আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু তাকে ধরতে না পেরে ইতিমধ্যেই তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান।তৎকালীন প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী-এমপি নিখোঁজ রয়েছেন।

Scroll to Top