আত্মসমর্পণের কারণ জানালেন সাংবাদিক মাহমুদুর রহমান

হাসিনার ছেলে জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

এদিন আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এসেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজকে আত্মসমর্পণ করেছি। এ লড়াই অব্যাহত থাকবে। এ মামলা পুরোটাই সাজানো। তৎকালীন সরকার ফ্যাসিবাদ ব্যবস্থা চালু রাখতে আমার বিরুদ্ধে এ মামলা করেছে।

মাহমুদুর রহমান আরো বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী আমি আত্মসমর্পণ করব। আমি আমার লড়াই চালিয়ে যাব। তবে এ মামলা মিথ্যা ও প্রহসন। আমার লড়াই চলবে।

Scroll to Top