নির্বাচন হলে বিএনপি ২৫০ আসনে জয়লাভ করবে: রুমিন ফারহানা (ভিডিও সহ)

সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এর সাথে জড়িয়ে আছে অনেক কষ্টের স্মৃতি। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আড়াইশ’ আসনে জিতবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা ও তার অনুসারীরা এখনো সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে আত্মত্যাগের বিনিময়ে আমরা তাকে দেশছাড়া করেছি সেই আত্নত্যাগ যাতে গুটি কয়েক কমিটিবাজের কারণে ম্লান হয়ে না যায়।

এ সময় রুমিন ফারহানাও যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। তিনি বলেন, সংস্কার দরকার। তবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে করা হলে তা সবচেয়ে বেশি যৌক্তিকতা পায় বলেও মন্তব্য করেন তিনি।

Scroll to Top