এবার আসল জায়গায় হাত, নতুন বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলাকারীদের খুঁজে বের করার নতুন বার্তা দিয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি পোস্ট দেন তিনি। হ্যাশট্যাগ ব্যবহার করে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন, শুক্র-শনি দুই দিন নারীদের উপর হামলাকারীদের সন্ধান দিন।

পোস্টের কমেন্টে গিয়ে তিনি আরও লিখেছেন, আজ জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিভিন্ন ঘটনা বা ছবি শেয়ার করুন। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের উপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন।

এদিকে গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদ সমাবেশে হামলা চালায় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানান, আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ সময় নারী-পুরুষ নির্বিশেষে হামলা চালায় ছাত্রলীগ। এই হামলা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, সারা দেশজুুড়ে হয়েছে। এছাড়াও কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। ১৫ জুলাই দুপুরে ইডেন কলেজের বকুলতলায় এ ঘটনা ঘটে।

Scroll to Top