Wednesday , December 25 2024
Breaking News
Home / Countrywide / স্বামীর পিঠে চড়ে ভোট কেন্দ্রে রওশন, জানা গেল কারন

স্বামীর পিঠে চড়ে ভোট কেন্দ্রে রওশন, জানা গেল কারন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশজুড়েই নানা গোলযোগ-সংঘাত লেগেই রয়েছে। হাতাহাতি-সহ ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টারও অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। এমনকি এবারের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণও হারিয়েছেন কেউ কেউ। আর এরই মধ্য দিয়ে আজ রবিবার তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে দেশের এক হাজার ইউনিয়ন পরিষদে।

তবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে তৃতীয় দফায় ইউপি নির্বাচন শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার দুপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ভোটারদের সরব উপস্থিতি। সে তুলানায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল কম। উৎসব মুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারছে বলে জানান ভোটাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এসময় একজন পুরুষের পিঠে চড়ে কেন্দ্রে ভোট দিতে আসেন রওশন আক্তার নামের এক নারী। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। ত্রিশাল উপজেলায় আমিরাবাড়ী ইউনিয়নের ৯৮ নম্বর কাঁচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।

রওশন জানান, তার বয়স যখন ৫ বছর তখন টাইফয়েডে অচল হয়ে যায় তার দুই পা। হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকে।

ভোট দিয়ে তিনি বলেন, আমি আমার মূল্যবান ভোটটা নষ্ট করতে চাই না। তাই ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে।

এদিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবারের এ নির্বাচন নিয়ে অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, এমন সুষ্টু নির্বাচন গত কয়েক বছরেও দেখেননি তারা। যেখানে ভোটাররা তাদের ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দিতে পারছে। ভোট কেন্দ্র এমন পরিবেশ বর্তমান সময়ে অনেকটা নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন অনেকেই।

About

Check Also

দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *