অবৈধভাবে ভারত যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত আটক

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, একটি প্রাইভেটকার ও চালকসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে ধোবাউড়া থানায় সোপর্দ করা হয়।

একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমার স্যার মোজাম্মেল হোসেন বাবু আমাকে সীমান্তে আসতে বললেন। তখন দশটি মোটরসাইকেল আমার আসার পথে বাধা দেয়। আমাদেরকে আটকিয়ে কিলঘুষি দিয়ে, আমাদের কাছে থাকা টাকা পয়সা চেক করে সবকিছু নিয়ে যায়। কী কী নিছে আমি বলতে পারবো না।

ধোবাউড়া থানার ওসি চান মিয়া জানান, সকাল ৬টার দিকে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে ধোবাউড়া থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু।

এর আগে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সপরিবারে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন।

Scroll to Top