বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃ্ত্যুর ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা দিন আবারও পিছিয়ে ৮ ডিসেম্বর পুনঃনির্ধারণ করেছেন আদালত। তবে আজ রোববার (২৮ নভেম্বর) এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করে তা আবার পেছানোতে রীতিমতো হতাশ প্রকাশ করেছেন নিহত আরারের ছোট ভাই আবরার ফায়াজ।
এ ব্যাপারে আবরার ফায়াজের সঙ্গে আলাপ হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, ‘এর আগে রায় ঘোষণার দিন ধার্য করেও রায় প্রস্তুত না হওয়াটা হতাশাজনক।’
তিনি বলেন, ‘আমরা তো অনেক আশা করেছিলাম যে আজ রায় ঘোষণা করা হবে। আদালত যে কী কারণে রায় ঘোষণার দিন পেছালেন সেটা তো তিনি ভালো জানেন। এর পেছনে কিছু কাজ করছে কি না, আমরা তো তা জানি না।’
এ সময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রায় পেছানো নিয়ে আমরা শঙ্কিত। কারণ বাংলাদেশে রায় পেছানোর ইতিহাস তো বেশি ভালো না। সাগর-রুনি হত্যা মামলার রায় যেমন বারবার পেছাচ্ছে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন চুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে পড়ার টেবিল থেকে ডেকে নিয়ে আবরারকে মারধর শুরু করে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। সারারাত ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে তারা। আর এর একপর্যায়ে প্রাণ হারান তিনি।