বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা প্রত্যাহার করছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী ব্যাংক থেকে নগদ টাকা তুলতে পারবেন। আজ রোববার (৮ সেপ্টেম্বর) থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিপুল সম্পদের মালিকরা যাতে অবৈধ উপায়ে অর্থ পাচার করতে না পারে সে বিষয়ে সতর্ক করতে কেন্দ্রীয় ব্যাংক নগদ উত্তোলনের সীমা নির্ধারণ করেছিল। গত সপ্তাহেও সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তোলা গিয়েছে। তবে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার থেকে এই সীমা থাকবে না। আগের মতোই গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী ব্যাংক থেকে নগদ টাকা তুলতে পারবেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মাজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট ছাত্র বিদ্রোহের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। এসময় নগদ টাকা পরিবহনে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। এ ছাড়া অনেকে ব্যাংক থেকে বেশি টাকা উত্তোলন করে ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করতে পারে এমন আশঙ্কায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়।

Scroll to Top