২০১৯ সালের ৫ অক্টোবর বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তি নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন বুয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। আর এ স্ট্যাটাসকে কেন্দ্র করে ঐ দিন রাতেই ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাণ তিনি। তবে পরবর্তীতে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন আবরারের বাবা বরকত উল্লাহ।
আর এরই জের ধরে এ মামলার রায় ঘোষণা করা হবে আজ ২৮ নভেম্বর। এরই মধ্যে ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। আবরারের বাবা বরকত উল্লাহ রায়ে সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। তিনি বলেন, তাদের এমন শাস্তি হওয়া দরকার, যাতে আগামীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা না হয়।
আজ রোববার (২৮ নভেম্বর) সকালে পুরান ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ প্রাঙ্গণে এ কথা জানান তিনি।
বরকত উল্লাহ বলেন, এ মামলায় এখনও তিনজন পলাতক। শুনেছি তারা নাকি দেশের বাইরে চলে গেছে। তাদেরও গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে আবরারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর এ ঘটনায় ১৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন আবরারের বাবা বরকত উল্লাহ। এ মামলায় এরই মধ্যে অনেকেই গ্রেপ্তার হলেও পালিয়ে বেড়াচ্ছেন তিনজন। তবে তাদেরকে গ্রেপ্তারের সবরকম চেষ্টা চলছে বলে জানা গেছে।