আওয়ামী লীগ কী নিষিদ্ধ?: যে আদেশ দিলেন আদালত

আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ ও বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। এর আগে, গত ২৭ আগস্ট শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

নির্বিচারে ছাত্র হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিবন্ধন বাতিল চেয়ে গত ১৯ আগস্ট হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়।

মানবাধিকার সংস্থা সারদা সোসাইটির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন।

এই রিটে শেখ হাসিনার নামে যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর নামও পরিবর্তন করতে চাওয়া হয়েছে। এছাড়াও রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর করা, বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়।

Scroll to Top