প্রবাসী আয়ে ডলারের দাম নিয়ে বিশাল সুখবর

বিদেশের বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসী আয় কেনার ক্ষেত্রে দেশের কোনো ব্যাংকে ডলারের দাম ১২০ টাকার বেশি দেবে না। গত বৃহস্পতিবার দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে ডলারের দামের অস্থিতিশীলতা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বৃহস্পতিবার বৈঠকে বসেন বিভিন্ন ব্যাংকের ট্রেজারি প্রধানরা। সভায় ৪২টি সরকারি-বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধানরা অংশ নেন। অংশগ্রহণকারী সব ব্যাংকের ট্রেজারি প্রধানরা প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে ১২০ টাকার বেশি না দিতে সম্মত হন।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো গ্রাহকদের কাছে যে ডলার বিক্রি করে তার দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। গত ২৮ আগস্ট আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার বিনিময় হয়েছে ১২০ টাকায়। এখন ব্যাংকের কোষাগারপ্রধানদের নেওয়া সিদ্ধান্ত কার্যকর হলে প্রবাসী আয় ও আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের দাম হবে একই।

এ প্রসঙ্গে বেসরকারি ব্র্যাক ব্যাংকের ট্রেজারি প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন ইকবাল বলেন, ডলারের দামে অস্থিতিশীলতা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা নৈতিক অবস্থান থেকে সব ব্যাংকের ট্রেজারি প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে প্রবাসী আয়ের জন্য ১২০ টাকার বেশি না দেওয়ার বিষয়ে সবাই একমত হন।

Scroll to Top