বাংলাদেশের বানভাসি মানুষের খবর নিলেন পবিত্র কাবার ইমাম

পবিত্র কাবা শরীফের ইমাম, হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন ড. হাসান আল বুখারী বাংলাদেশের বন্যা ও সম্প্রতি আহত-নিহত মানুষদের জন্য দোয়া ও দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আন্তর্জাতিক কিরাত সংস্থার মহাসচিব ক্বারী শাইখ সাদ সাইফুল্লাহ মাদানী শুক্রবার তার কার্যালয়ে পবিত্র কাবা শরীফের ইমামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক করেন। এ সময় ডক্টর হাসান আল বুখারী হাফিজুল্লাহ বাংলাদেশের জনগণের খোঁজখবর নেন এবং দোয়া ও সমবেদনা জানান।

বৈঠকে ডঃ মুহতারাম মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। হাসান বুখারী বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করে আমন্ত্রণ গ্রহণ করে বলেন, কোরআন প্রচারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যান্ত প্রশংসনীয়।

Scroll to Top