দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

ছাত্র বিক্ষোভে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হলেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার পিটিআইকে দেওয়া একান্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন জয়।

তিনি বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবেন। তবে সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কি না তা এখনো ঠিক হয়নি।
জয় আরো বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনো বাংলাদেশের জনগণকে ছেড়ে যাবে না, আওয়ামী লীগের কাউকেও ত্যাগ করবে না।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারকে ধন্যবাদ জানান জয়।

Scroll to Top