ডিবির ‌টর্চার সেল থেকে যা পেল সেনাবাহিনী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) কার্যালয়ে অনেক মানুষ আটকে থাকার খবরে সেখানে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।

বুধবার (৭ আগস্ট) সকালে সেনাবাহিনীর সহায়তায় সেখানে প্রবেশ করেন সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।

ডিবি কার্যালয়ের নিচতলায় কয়েকটি কক্ষ দেখা যায় বলে জানা গেছে। যেখানে লোকজনকে ধরে নিয়ে আটক করা হয়। ওই জায়গায় ঘোষণা দেওয়া হয়, কেউ আটকে থাকলে সাড়া দিন, সেনাবাহিনী আপনাকে উদ্ধার করতে এসেছে। কিন্তু সেখানে কেউ সাড়া দেননি। অর্থাৎ সব কক্ষ খালি ছিল। পরে ডিবি কার্যালয়ের একটি কক্ষের আলমারি খুলে নগদ ১৩ লাখ টাকা পাওয়া যায়। স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি বান্ডিলে 8 লাখ, একটি বান্ডিলে ৩ লাখ এবং আরেকটি বান্ডিলে ২ লাখ।

ডিবির মতিঝিল বিভাগের একজন এসআই সুজা আলমারির ড্রয়ার খুলে টাকাগুলো নিজের বলে দাবি করেন। তিনি বললেন, ‘এই টাকা তার। তিনি ব্যাংক থেকে উঠিয়ে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে তিনি টাকাগুলো নিতে বুধবার (৭ আগস্ট) ডিবি কার্যালয়ে যান। পরবর্তীতে টাকাগুলো নিয়ে তিনি বের হতে পারেননি।’

Scroll to Top