বোরকা পরে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা মুশফিকুর রহিম মিশুকে ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কাইন্নাখাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, যুবলীগ নেতা মুশফিকুর রহিম মিশু ঢলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সীর ঘনিষ্ঠজন ছিলেন। সোমবার শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর প্রকাশ হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে তিনি বাড়িতে আত্মগোপন করেন। পরে সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে সে প্রাণের ভয়ে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, মিশু প্রাণ বাঁচাতে বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে ধরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

সফরপুর গ্রামের আবুল বারী বলেন, লাশ উদ্ধারের পর মিশুর স্ত্রী ঘটনাস্থলে এসে লাশ বাড়িতে নিয়ে যান। পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ঘটনাস্থলে আসেনি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, ‘যেখানে লাশ পাওয়া গেছে সেটি ফেনী মডেল থানার আওতাধীন। তাই আমরা ব্যবস্থা নিতে পারিনি।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Scroll to Top