বিকাল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, জনগণের অভ্যুত্থানের পরও হাসিনার সংসদ ভেঙে দেওয়া হয়নি। মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আমি বিপ্লবী ছাত্রদের প্রস্তুত হওয়ার আহ্বান জানাই।

Scroll to Top