পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, তিনি নিরাপদ স্থানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তবে কোথায় গেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

রয়টার্স একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলেছে, শেখ হাসিনা ও তার বোনকে সরকারি বাসভবন থেকে দূরে একটি ‘নিরাপদ আশ্রয়ে’ নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে শেখ হাসিনা কোথায় আছেন তা স্পষ্ট নয়।

সূত্র: বণিক বার্তা

Scroll to Top