ফের মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট ও ফোরজি কভারেজ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

বিভিন্ন জায়গায় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা দুপুর ১টার দিকে জানান যে তারা 4G ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

একটি মোবাইল অপারেটরের সূত্র জানায়, তারা সারাদেশে ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশনা পেয়েছে।

বিস্তারিত আসছে…


লাঠিসোঁটা নিয়ে মিরপুরের রাস্তাঘাট দখলে নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ

এক দফা দাবিতে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। তবে মিরপুরের রাস্তা দখল করে রেখেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

রোববার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর সড়কে গিয়ে দেখা গেছে, প্রতিটি পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন।

সরেজমিনে দেখা যায়, মিরপুরের প্রতিটি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। মিরপুর-১০ নম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনের নেতাকর্মীরা চত্বরে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের ফলে সড়কে যানবাহন না থাকলেও মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও লেগুনা চলাচল করছে।

এর আগে শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন আন্দোলনের একাধিক সমন্বয়ক।

এতে রোববার (৪ আগস্ট) সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। এতে আরও জানানো হয়, সকাল ১১টা থেকে শাহবাগে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে।