বাইরের দেশ থেকে পুলিশ এনে ছাত্রদের মারা হয়েছে (ভিডিও সহ)

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নামতে শুরু করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে র‌্যালি ও মানববন্ধন করেন বিনোদন অঙ্গনের তারকারা। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২ আগস্ট) গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজের ব্যানারে আরেকটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃষ্টিস্নাত এই প্রতিবাদ সমাবেশে বড়সড় তারকার উপস্থিতি না দেখা গেলেও পুরো আয়োজনটি হয়ে উঠেছিল নান্দনিক। তারা সরকারের প্রতি অনাস্থা ও প্রতিটি হত্যার বিচার দাবি করছে। এই সমাবেশে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইউটিউবার হিরো আলম।

এসময় বিভিন্ন মাধ্যমে জানা গেছে, ছাত্রদের ওপর অতর্কিত হামলা, দেশে নৈরাজ্য সৃষ্টি এবং কোটা সংস্কার আন্দোলন রুখতে বাইরের দেশ থেকে পুলিশ এনে ছাত্রদের মারা হয়েছে।

Scroll to Top