আহতদের দেখতে গিয়ে সহিংসতার বিচার চাইলেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহতদের দেখতে শনিবার (২৭ জুলাই) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি গুরুতর আহত কয়েকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

সেখানে গিয়ে শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ ধরনের নাশকতা চালানো হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে এ সহিংসতার বিচার দাবি করেন।

প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। আন্দোলনের নামে এতোগুলো পরিবারের যে ক্ষতি হলো- এর দায়িত্ব কার, এমন প্রশ্নও রাখেন শেখ হাসিনা।

নিটোর পরিদর্শনকালে অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বিকেলে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সন্ত্রাসী হামলায় আহতদের খোঁজখবর নেন।

Scroll to Top