শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ভুলভাবে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ!
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। চলমান ‘বাংলা অবরোধ’ আন্দোলনে অংশ নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার (১১ জুলাই) মহাসড়কে অবস্থান নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
এসময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ভুলভাবে কাঁদানে গ্যাস ছুড়লে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ব্যারিকেড ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা, শক্ত অবস্থান ধরে রাখতে ব্যর্থ পুলিশ (ভিডিওসহ)
ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এটি সচিবালয়ে পুলিশি ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্টে রয়েছে।
এদিকে বায়তুল মোকাররমের সামনে শত শত পুলিশ ব্যারিকেড দিয়ে প্রস্তুত রয়েছে। সচিবালয়ের বিভিন্ন গেটের সামনেও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা হয়েছে।
ভিডিও ০১:
আন্দোলনকারীরা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তাঁরা গণপদযাত্রা করে বঙ্গভবন অভিমুখে যাবেন। দাবির বিষয়ে তাঁরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এই গণপদযাত্রা শুরু হয়। গণপদযাত্রার জন্য বেলা ১১টার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে বড় কিছু মিছিলও আসে।
গণপদযাত্রার জন্য দুপুর ১২টা ০২ মিনিটে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ, মৎস্য ভবন হয়ে শিক্ষা অধিকার চত্বরে এসে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয়। পরে তারা ব্যারিকেড ভেঙে অগ্রসর হয়। শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। শনিবার সন্ধ্যায় আন্দোলনকারীরা এ কর্মসূচি দেন।