ফের রাজধানীর এক রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, জানা গেল সর্বশেষ অবস্থা

আবারও রাজধানীর খিলগাঁওয়ে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন দুইজন।

শনিবার (১৩ জুলাই) রাতে খানাস নামের একটি রেস্টুরেন্টের রান্নাঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পর পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে দুইজন সামান্য দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। পরিদর্শন শেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু ধোঁয়া আছে। আপাতত কোনো উদ্বেগজনক ঘটনা ঘটবে না বলে ধারণা করা হচ্ছে।

Scroll to Top