ফের রাজধানীর এক রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, জানা গেল সর্বশেষ অবস্থা

আবারও রাজধানীর খিলগাঁওয়ে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন দুইজন।

শনিবার (১৩ জুলাই) রাতে খানাস নামের একটি রেস্টুরেন্টের রান্নাঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পর পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে দুইজন সামান্য দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। পরিদর্শন শেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু ধোঁয়া আছে। আপাতত কোনো উদ্বেগজনক ঘটনা ঘটবে না বলে ধারণা করা হচ্ছে।


প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন মা, খাবার চেয়ে প্রাণ হারালো সন্তান

কুমিল্লার দেবিদ্বারে সৎ ছেলেকে হত্যার অভিযোগে লিজা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমিকের হাত ধরে চলে যান দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু আবদুল্লাহর (৭) মা। এরপর তাকে দেখাশোনার জন্য তার বাবা আমানুল্লাহ লিজা আক্তার নামে আরেক নারীকে বিয়ে করেন। কিন্তু লিজা আবদুল্লাহকে পছন্দ করতো না। নানা কারণে তাকে নির্যাতন করতো। শনিবার সকালে শিশু আবদুল্লাহ তার সৎ মায়ের কাছে খাবার চায়। এতে বিরক্ত হয়ে লিজা গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে। স্থানীয়রা শিশুটিকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আব্দুল্লাহর বাবা বাদী হয়ে অভিযুক্ত স্ত্রীর নামে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় লিজাকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। দম্পতির আড়াই বছরের একটি ছেলে রয়েছে।

এ বিষয়ে ইউসুফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোসলেম উদ্দিন বলেন, আমরা এসে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শুনেছি সৎ মা তাকে হত্যা করেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, “সৎ মা লিজা আক্তারকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিজা আক্তার শিশু আব্দুল্লাহকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।