বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ নেওয়াই কাল হলো হাইকোর্টের এই দুই কর্মচারীর

হাইকোর্টের বিচারপতির নাম ভাঙিয়ে নয় লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাইকোর্টের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রশিদ (৩৮) ও মোঃ হাফিজ (৩৪)। বুধবার (১০ জুলাই) রাতে তাদের আটক করে পুলিশ।

বিচারপতি মোঃ আতোয়ার রহমানের নির্দেশে বেঞ্চ কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বুধবার বিকেল ৫টায় ২৭ ভবন ২৭ নম্বর আদালতের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের এমএলএসএস মো. আব্দুর রশিদ (৩৮) ও রেজিস্টার জেনারেলের অফিসের এমএলএসএস মো. হাফিজ (৩৪) মামলার বিবাদীর থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেয়।

বিষয়টি বিচারকের নজরে আসার পর রাত সাড়ে ৯টায় সুপ্রিম কোর্ট ও বিশেষ আদালতের নিরাপত্তা বিভাগের পুলিশের সহায়তায় তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

Scroll to Top